টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) এর উপজেলা সমন্বয় কমিটি গঠিত হয়েছে।
জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) এর নিজস্ব প্যাডে কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম যৌথ স্বাক্ষরে ১জন প্রধান সমন্বয়কারী, ২ জন যুগ্ম-সমন্বয়কারী এবং ১৮ জন সদস্য সহ সর্বমোট ২১ সদস্য বিশিষ্ট একটি সমন্বয় কমিটি অনুমোদিত হয়েছে, যা পরবর্তী তিন মাস অর্থাৎ আহবায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
এ বিষয়ে নাগরপুর উপজেলা এনসিপির সদ্য অনুমোদিত সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী সরদার আশরাফ গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন- দীর্ঘ প্রতীক্ষিত ও বহুল আকাঙ্ক্ষিত জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) এর নাগরপুর উপজেলা সমন্বয় কমিটি অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় সকল নেতৃবৃন্দকে নাগরপুর উপজেলার সমন্বয় কমিটির পক্ষ হতে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
তিনি আরও বলেন, জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে বিশ্বাসে আমাদের উপর এই দায়িত্ব অর্পণ করেছেন, আমরা ঐক্যবদ্ধ ভাবে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করার সর্বাত্মক চেষ্টা করব, ইনশাআল্লাহ্।