মঙ্গলবার , ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে প্রশংসায় ভাসছেন ইউএনও রিজু তামান্না

প্রকাশিত হয়েছে- সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
পাবনার সাঁথিয়া উপজেলার প্রশাসনিক অঙ্গনে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিজু তামান্না। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি দুর্নীতি, অনিয়ম ও প্রশাসনিক অব্যবস্থাপনার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন।
সম্প্রতি বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্প, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ব্যবস্থাপনা ও সামাজিক সেবায় অনিয়মের অভিযোগ পেয়ে সরেজমিনে পরিদর্শন করে তিনি কঠোর ব্যবস্থা নেন। সরকারি অর্থ আত্মসাৎ, ভুয়া বিল-ভাউচার তৈরি, রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারসহ নানা অনিয়ম প্রতিরোধে তিনি একের পর এক অভিযান পরিচালনা করেছেন।
রিজু তামান্নার এ ধরনের সাহসী পদক্ষেপে সাধারণ মানুষ যেমন আশাবাদী, তেমনি সৎ কর্মকর্তা-কর্মচারীরাও উৎসাহিত হয়েছেন। স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যম ও সুশীল সমাজ তার উদ্যোগের প্রশংসা করছেন।
ইউএনও রিজু তামান্না বলেন, “সরকারি অর্থ জনগণের। এক টাকাও যদি অপচয় বা আত্মসাৎ হয়, সেটি জনগণের অধিকার হরণ। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আমার অবস্থান কঠোর ছিল, আছে এবং থাকবে।”
তার এ পদক্ষেপ সাঁথিয়ার প্রশাসনকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করে তুলছে। ফলে সাঁথিয়া উপজেলায় একটি দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামো গড়ে ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা সাধারণ মানুষ আশা করছে যে ইউএনও রিজু তামান্নার নেতৃত্বে সাঁথিয়া উপজেলা দুর্নীতিমুক্ত ও উন্নয়নমুখী এক অনুকরণীয় মডেলে পরিণত হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।