মঙ্গলবার , ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরা টিটিসিতে মানবপাচারের বিরুদ্ধে সচেতনতা সেশন অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র  (টিটিসি) যুব দলগুলির সাথে মানবপাচারের বিরুদ্ধে সচেতনতা সেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র  (টিটিসি) হলরুমে এ যুব দলগুলির সাথে মানবপাচারের বিরুদ্ধে সচেতনতা সেশন অনুষ্ঠিত হয়।
 মানবপাচারের বিরুদ্ধে সচেতনতার মূল আলোচনা উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর এমআরএসসি কো-অর্ডিনেটর মো. হুমায়ুন রশিদ।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম,ইকোনমিক রিইনটিগ্রেশন এর সেক্টর স্পেশালিস্ট ইমরান হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা টিটিসির চাকরি placement কর্মকর্তা এমডি. আরিফুল ইসলাম।এসময়  ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের দীর্ঘদিনের নিরাপদ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে প্রতিশ্রুতি তুলে ধরেন। যুব অংশগ্রহণকারীরা সেশন থেকে মূল্যবান জ্ঞান অর্জন করেছে, যা তাদের ব্র্যাকের অবৈধ অভিবাসন ও পাচারের বিরুদ্ধে উদ্যোগ চালিয়ে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করবে। “Combating Human Trafficking through 4ps” প্রকল্পের আওতায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম মানব পাচার প্রতিরোধে জনসচেতনতার অংশ হিসেবে নানামুখী  কার্যক্রম করে যাচ্ছে, তারই অংশ হিসেবে সাতক্ষীরা টিটিসিতে যুব দলগুলির সাথে মানবপাচারের বিরুদ্ধে সচেতনতা সেশন অনুষ্ঠিত হয় কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।