“সংঘাত নয়, শান্তি-সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন ও র্যালি পালন করা হয়েছে।
আজ সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) সকালে উপজেলা পরিষদ চত্তরে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় দিবসটি পালন করা হয়।
উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র্যালি বের হয়ে পৌর সদর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ গেইটের সামনের সড়কে এসে মানববন্ধন পালন করে।
পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) পাকুন্দিয়া উপজেলা শাখা ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) পাকুন্দিয়া শাখার যৌথ উদ্যোগে এবং বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে এ মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ময়মনসিংহ অঞ্চলের মাঠ সমন্বয়কারী মোঃ আক্তারুজ্জামান। এছাড়াও পিএফজির পাকুন্দিয়া অঞ্চলের কো-অর্ডিনেটর আনম তানভীর হায়দার ভূঁইয়া, পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহীন আলম জনী, পাকুন্দিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক নয়াদিগন্ত’র পাকুন্দিয়া প্রতিনিধি ক.ম. মুহিব্বুল্লাহ বচ্চন, হাজী জাফর আলী ডিগ্রি কলেজের প্রভাষক তরীকুল হাসান শাহীন, দিলিপ রবিদাস, বিশিষ্ট ব্যবসায়ী জুটন চন্দ্র মোদক প্রমুখ উপস্থিত ছিলেন।