সোমবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পাবনায় ডিবি পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

প্রকাশিত হয়েছে- সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

পাবনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সাঁথিয়া উপজেলার ধাতালপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পাবনার পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁনের সার্বিক দিকনির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মশিউর রহমান মন্ডলের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা এ অভিযান পরিচালনা করে। ডিবির অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) অসিত কুমার বসাকসহ একটি টিম এ অভিযানে অংশ নেয়।

ডিবি পুলিশ জানায়, অভিযানে আটককৃত মো: রফিকুল শেখ (৪৫) জেলার আমিনপুর থানার দূর্গাপুর গ্রামের  মৃত আ: রহমানের ছেলে। আটকের সময় তার কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত রফিকুল শেখের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি এবং তার সহযোগী মো: ওসমান প্রাং দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওসমান প্রামানিকের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে আরও ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে ওসমান প্রাং পালিয়ে যায়।

এ ঘটনায় সাঁথিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর আওতায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

জেলা গোয়েন্দা শাখার (ডিবির) অফিসার ইনচার্জ মো: রাশিদুল ইসলাম জানান, মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।