সোমবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মাদক নির্মূলে ইউএনওর হস্তক্ষেপে স্বেচ্ছাসেবী গঠনের আহবান

প্রকাশিত হয়েছে- সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
মাদক ও জুয়া নিয়ন্ত্রণে নান্দাইল উপজেলা প্রশাসন নতুন এক কার্যকর উদ্যোগ হাতে নিয়েছে। উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ডে পৃথক স্বেচ্ছাসেবী দল গঠনের আহবান জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সারমিনা সাত্তার।
উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভার সবকটি ওয়ার্ডে গঠিত হবে এ ধরনের কমিটি। স্বেচ্ছাসেবী দলগুলো সংশ্লিষ্ট এলাকায় মাদক ও জুয়ার বিস্তার রোধে প্রশাসনকে তথ্য সরবরাহ করবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সহযোগিতা করবে। এর ফলে স্থানীয়ভাবে অপরাধ নিয়ন্ত্রণ আরও সহজ হবে বলে আশা করছে উপজেলা প্রশাসন।
ইউএনও সারমিনা সাত্তার জানিয়েছেন, এসব কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষক, ছাত্র প্রতিনিধি এবং অন্যান্য স্বেচ্ছাসেবকদের। এতে করে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে সম্পৃক্ত করা সম্ভব হবে। এ উদ্যোগকে কেন্দ্র করে সামাজিক সচেতনতা তৈরি হওয়ার পাশাপাশি অপরাধ দমনে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত হবে বলে তিনি মন্তব্য করেন।
উপজেলা নির্বাহী অফিসারের অফিসিয়াল ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, নান্দাইলকে একটি মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ হিসেবে গড়ে তুলতে প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়। এজন্য প্রয়োজন স্থানীয় জনগণের সরাসরি অংশগ্রহণ। স্বেচ্ছাসেবী কমিটিগুলো গড়ে উঠলে প্রশাসনের সঙ্গে জনগণের একটি সেতুবন্ধন তৈরি হবে।
নান্দাইল উপজেলায় দীর্ঘদিন ধরেই মাদক সমস্যা একটি সামাজিক ব্যাধি হিসেবে দেখা দিয়েছে। এ সমস্যার সমাধানে প্রশাসনের নানা উদ্যোগ থাকলেও তা শতভাগ সফল হয়নি। এবার স্থানীয়দের সম্পৃক্ত করার মাধ্যমে একটি কার্যকর সমাধান খুঁজে পাওয়া সম্ভব বলে মনে করছেন সচেতন মহল।
উপজেলা প্রশাসনের প্রত্যাশা, এই উদ্যোগ বাস্তবায়িত হলে মাদক ও জুয়া নিয়ন্ত্রণে দৃশ্যমান পরিবর্তন আসবে। একই সঙ্গে কিশোর ও তরুণ প্রজন্মকে অপরাধের হাত থেকে রক্ষা করা যাবে। প্রশাসন দৃঢ়ভাবে বিশ্বাস করে, স্বেচ্ছাসেবী দল গঠনের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করাই হবে একটি টেকসই সমাধান এবং ভবিষ্যতে মাদকমুক্ত সমাজ গঠনের মূল চাবিকাঠি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।