পাবনার ভাঙ্গুড়ায় মাদক সেবনে বাধা দেওয়ায় আকরামুল্লাহ নিশাদ (১৮) নামে এক যুবককে পিটিয়ে আহত করেছে দুই যুবক। শনিবার রাত আটটার দিকে পৌর শহরের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিশাদ পৌর শহরের মসজিদপাড়া মহল্লার সাবেক সেনা সদস্য আমিনুল ইসলামের ছেলে। ঘটনার পর নিশাদের বাবা আমিনুল ইসলাম ভাঙ্গুড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় একই এলাকার আকছেদ আলীর ছেলে মারুফ হোসেন (২০) ও রাসেল রানার ছেলে জিসান (১৯) মসজিদপাড়ার একটি দোকানের পেছনে মাদক সেবন করছিল। বিষয়টি নিশাদের চোখে পড়লে তিনি তাদের নিষেধ করেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মারুফ ও জিসান ক্ষিপ্ত হয়ে নিশাদকে মারধর করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত নিশাদকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
নিশাদের বাবা আমিনুল ইসলাম অভিযোগ করে বলেন, “আমাদের মহল্লায় অনেক তরুণ মাদকের সঙ্গে জড়িত। এর মধ্যে মারুফ ও জিসান প্রকাশ্যে মাদক সেবন করে। আমার ছেলে তাদের বাধা দেওয়ায় তারা এ হামলা চালিয়েছে।”
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “এ ঘটনায় জিডি হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”