পাবনার ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কেমিক্যাল জব্দ করেছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার মন্ডতোষ ইউনিয়নের গজারমারা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযুক্ত কারখানার মালিক সবুজ মোল্লা, উপজেলার মন্ডতোষ ইউনিয়নের উত্তর মেন্দা খালপাট গ্রামের আসের মোল্লার ছেলে। দীর্ঘদিন ধরে তিনি বাড়িতে কেমিক্যাল মিশিয়ে নকল দুধ তৈরি করে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সরবরাহ করছিলেন বলে জানা গেছে। সম্প্রতি ব্যবসার পরিধি বাড়িয়ে তিনি পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে সেখানে ঘর নির্মাণ করে নকল দুধ তৈরির কার্যক্রম চালিয়ে আসছিলেন।
স্থানীয়রা জানান, সবুজ মোল্লা ও তার বাবা আসের মোল্লা দীর্ঘদিন ধরে এ ধরনের ভেজাল দুধ উৎপাদনের সঙ্গে জড়িত। এ নিয়ে এলাকাবাসী প্রতিবাদ করলে তাদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হতো। ভয়ের কারণে দীর্ঘদিন কেউ মুখ খুলতে সাহস পাননি।
অভিযানে নেতৃত্ব দেন ভাঙ্গুড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রেজা। তিনি জানান, অভিযানকালে ১৭৫ কেজি দুধ তৈরির কেমিক্যাল, ১০০ কেজি মিক্সার কেমিক্যাল, কস্টিক সোডা ও লবণ জব্দ করা হয়েছে। এগুলো ব্যবহার করে নকল দুধ উৎপাদন করা হতো, যা মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। তিনি আরো বলেন সবুজ মোল্লা তার বাবা আছের মোল্লা অভিযানের বিষয় টের পেয়ে দৌড়ে পালিয়ে যান
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, বিশেষ ক্ষমতা আইনে সবুজ মোল্লা ও তার পিতা আছের মোল্লা কে আসামি করে মামলা অজু করা হয়েছে। খাদ্যে ভেজাল রোধে পুলিশ সর্বদা তৎপর। এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।