টাঙ্গাইলের নাগরপুরে প্রতিটি দূর্গা মন্দিরে শতভাগ নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন ও মন্দিরের সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে প্রায় একশত টি আইপি ক্যামেরা বিতরণ করা হয়েছে। রবিবার সকালে নাগরপুর কেন্দ্রীয় কালিবাড়ি প্রঙ্গণে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নাগরপুর উপজেলা শাখা। পূজা উদযাপন ফ্রন্ট নাগরপুর উপজেলা শাখার আহ্বায়ক শিব শংকর সাহার সভাপতিত্বে ও সদস্য সচিব ঝুটন কুমার সাহার পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো হাবিবুর রহমান হবি। প্রধান পৃষ্ঠপোষকতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, বিশিষ্ঠ ব্যবসায়ী আতিকুর রহমান আতিক। আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহসভাপতি তোফায়েল আহমেদ মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো: রফিজ উদ্দিন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, প্রকাশনা ও প্রচার সম্পাদক মো: নজরুল ইসলাম, প্রবাসী কল্যাণ সম্পাদক মো: হাবিবুর রহমান হাবিব, ছাত্র বিষয়ক সম্পাদক জিহাদ হোসেন ডিপটি, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক মো: জাহিদ হাসান জাহিদ, নাগরপুর সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. লিয়াকত হোসেন, ছাত্র দলের সদস্য সচিব শহিদুর রহমান মনির। এসময় উপজেলার সকল দূর্গা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য পূজারীরা উপস্থিত ছিলেন।

রবিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
নাগরপুরে প্রতিটি দূর্গা মন্দিরে আইপি ক্যামেরা বিতরণ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫