শনিবার বেলা ১১ ঘটিকায় কিশোরগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে জেলা বিএনপি’র ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি মোঃ শরীফুল আলমের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলামের সঞ্চালনায় জেলা বিএনপি’র ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, প্রধান বক্তা হিসেবে জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ্ ওয়ারেছ আলী মামুন ও আবু ওয়াহাব আকন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয়, জেলা, উপজেলা, পৌর, বিএনপি ও অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।