মাসুদ রানা আটঘরিয়া(পাবনা) প্রতিনিধি:
পাবনার আটঘরিয়ার মতিগাছা গ্রামে জামাল মৃধার দুইটি দুধের গাভী শক্রুতা করে কলাপাতার সাথে গ্যাস ট্যাবলেট মিশিয়ে খাইয়ে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেলে সাবেক কফিল মেম্বারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত সোমবার রাতে মতিগাছা গ্রামে। এঘটনায় আটঘরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। গাভী দুইটির মূল্য প্রায় ৬ লাখ টাকা।
জানা গেছে, উপজেলার দেবোত্তর ইউনিয়নের মতিগাছা মৃত করিম মৃধার ছেলে জামাল মৃর্ধার সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছে সাবেক মেম্বার কফিল উদ্দিনের । এরই জের ধরে ঘটনার দিন রাতে তার গোয়াল ঘরে রাখা দুইটি দুধের গাভিকে গোয়াল ঘরের জানালা দিয়ে পাট খড়ির মাথায় বেঁধে কলাপাতায় জড়িয়ে গ্যাস ট্যাবলেট মিশিয়ে খাওয়ালে কিছুক্ষণ গাভী দুইটি মারা যায়।