বান্দরবানের লামার সরই ইউনিয়নে ঘটনাকারীরা মানববন্ধনে নামে মূল ঘটনাকে ধামাচাপা,ষড়যন্ত্র ও অপপ্রচারের লিপ্ত থাকার প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগীদের পক্ষে মহিলা মেম্বার খালেদা বেগম ও তার ছেলে মোঃ বাবুল মিয়ারা। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে প্রতিপক্ষ শফিকুর রহমান ও তার পরিবারের কিছু সংখ্যক লোক নিয়ে এলাকাবাসীরসহ ছিল বলে মিথ্যা,অপত্য ও ভিত্তিহীন তথ্য দিয়ে কিছু অনলাইন ও ফেজবুক অপ্রচার করছে। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মহিলা মেম্বার ও তার ছেলে মোঃ বাবুল মিয়ারা।
মূল বিষয়ঃ গত সেমবার, ১ সেপ্টেম্বর,২০২৫ হাবিবুর রহমান (৭০), অন্তঃ সত্ত্বা মেয়ে রিনা আক্তার (৩০)ও ছেলে আব্বাসকে মারধর করে আহত করে এবং হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, সেদিন দলবল নিয়ে সৃজিত বাগান হতে বিভিন্ন গাছ কেটে নিতে চেষ্টা করে তারা ।এ ঘটনায় সম্পূর্ণ অসহায় হয়ে আইনের আশ্রয় নিয়েছি। এ ঘটনা ধামাচাপা দিতে এ মানববন্ধনের প্রতিপক্ষরা নতুন করে ষড়যন্ত্র, অপচেষ্টা, বিভিন্ন জায়গায় অনুলিপি দিয়ে হয়রানি করার চেষ্টা করছে।
সংবাদটি সম্পুর্ণ মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। আমরা উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
প্রকৃত ঘটনা হলো লামা উপজেলার সরই ইউনিয়নের হাবিবুর রহমান পাড়া (৩ নং ওয়ার্ড) এর এলাকার বাসিন্দা মোঃ সফিকুর রহমান ও আবদুর সবুর,রায়হানরা বনাম হাবিবুর রহমান ও তার ছেলে মোঃ বাবুল এর জায়গা জমির মালিকানা নিয়ে বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছিল।
এ অবস্থায় গত ১০ জুলাই অভিযোগের প্রেক্ষিতে লামা ভূমি অফিস হতে প্রতিনিধি সরেজমিনে তদন্তে আসলে,তারা বাধা দেয় দু,পক্ষে মধ্যে কথাকাটি ও উত্তেজনা সৃষ্টি হলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রশমিত করে। এর জের ধরে বিরোধীয় জায়গা দখলে নিতে বিভিন্ন কূটকৌশল অবলম্বন করে। নামে মাত্র মানববন্ধনে প্রতিপক্ষ শফিকুর রহমানের পরিবার ছাড়া অন্য কোন লোক ছিল না,এখানে কবরস্থান জায়গা অস্তিত্ব এই পর্যন্ত নেই। আমরা দীর্ঘ বছর ধরে শান্তিপূর্ণভাবে পরিবার -পরিজন নিয়ে বসবাস করে আসিতেছি।
আমরা বিরোধীয় জায়গা ছাড়া অন্য কারো জায়গা জমি জবর দখলের চেষ্টা করিনি। পরিবর্তিত পরিস্থিতিকে পুঁজি করে আমাদেরকে রাজনৈতিকভাবে টেক লাগিয়ে ফায়দা লোটার চেষ্টা করছে তারা। আমরা দেশের প্রচলিত আইন কানুনের প্রতি শ্রদ্ধাশীল। আমার মাতা খালেদা বেগম ও ভাই আব্দুল জব্বার বর্তমানসহ বার বার নির্বাচিত স্থানীয় জনপ্রতিনিধি। তাদেরকে সামাজিকভাবে মর্যাদাহানি ও হেপ্রতিপন্ন করার জন্য এগুলো করা হচ্ছে।
এ ঘটনাটি ভিন্নভাবে সাজিয়ে পত্রিকায় আমাদেরকে জবর দখলকারি সম্বোধন করে সংবাদ প্রকাশ করার বিষয়টি মানহানিকর বঠে। আমরা উক্ত মানহানিকর মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
পক্ষেমোঃ বাবুল মিয়াপিতা -হাবিবুর রহমান,মাতা খালেদা বেগম,গ্রাম- হাবিবুর রহমান পাড়াসরই ইউনিয়ন, লামা, বান্দরবান পার্বত্য জেলা।