উৎসব মূখর পরিবেশে টাঙ্গাইলের নাগরপুরে ভাদ্রা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ঐতিহ্যবাহী ভাদ্রা গুরুদয়াল ফুটবল মাঠে ভাদ্রা স্পোর্টিং ক্লাব এ খেলার আয়োজন করে। খেলায় গড়পাড়া ফুটবল একাডেমি, মানিকগঞ্জ ও ধোপাকান্দি ইয়াংস্টার ক্লাব, সিরাজগঞ্জ এই দুটি দল অংশ গ্রহণ করে। বাংলাদেশ পরমানু শক্তি কমিশনের সম্মানিত চেয়ারম্যান (অব:) অধ্যাপক ডা: মো. সানোয়ার হোসেনের এর সভাপতিত্বে ফুটবল খেলায় প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, বিশিষ্ঠ ব্যবসায়ী টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আতিকুর রহমান আতিক। খেলাটি উদ্বোধন করেন নাগরপুর সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা মো: সামছুল আলম সরকার (খোকন)।
খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: রফিজ উদ্দিন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, প্রকাশনা ও প্রচার সম্পাদক মো: নজরুল ইসলাম, প্রবাসী কল্যাণ সম্পাদক মো: হাবিবুর রহমান হাবিব, ছাত্র বিষয়ক সম্পাদক জিহাদ হোসেন ডিপটি, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক মো: জাহিদ হাসান জাহিদ, ছাত্র দলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব শহিদুর রহমান মনির। আরো উপস্থিত ছিলেন ভাদ্রা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. আলম ভিপি, ইউপি সদস্য বেল্লাল সরদার প্রমুখ। সার্বিক সহযোগীতায় ছিলেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ (চঞ্চল)। টানা ৯০মিনিট খেলায় গড়পাড়া ফুটবল একাডেমি, মানিকগঞ্জ ১-০ গোলে ধোপাকান্দি ইয়াংস্টার ক্লাব
সিরাজগঞ্জকে পরাজিত করে। বিজয়ী দলের হাতে অতিথীবৃন্দরা চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। খেলাটি উপভোগ করতে দুর দূরান্ত থেকে হাজার হাজার দর্শক ভাদ্রা গুরুদয়াল ফুটবল মাঠে উপস্থিত হন।