পাবনার সাঁথিয়া উপজেলার বৃহস্পতিপুর বাজারে বাঁধন বেকারি এবং মর্ডান ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্না এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্যবিধি না মানা, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ব্যবহারের অভিযোগে বাঁধন বেকারিকে মর্ডান ব্রেড ৬০ হাজার টাকা টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে ইউএনও বলেন, “খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা সবার জন্যই জরুরি। খাদ্যে ভেজাল বা স্বাস্থ্যঝুঁকির কোনো অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর, পুলিশ সদস্য এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।