বৃহস্পতিবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরা ডাচ্ বাংলা ব্যাংক ম্যানেজার তৌহিদুল কে নানা অভিযোগে হেড অফিসে সংযুক্ত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
দেশের সানামধন্য আর্থিক প্রতিষ্ঠান ডাচ বাংলা   ব্যাংকে‘র সাতক্ষীরা জেলা শাখার ম্যনেজার মোঃ তৌহিদুল ইসলামের বিরুদ্ধে ইং ২০২৩ সাল থেকে নারী কেলেঙ্কারি, দুর্নীতি ও অসৎ আচরনের অভিযোগ দৃশ্যমান ও তার প্রতিকারে প্রতিবাদে মানব বন্ধন এবং সংশ্লিষ্ট সকল দফতরে স্বারকলিপি দেওয়াসহ ভুক্তভোগী ও সদস্যদের সমন্বয়ে একাধিক কর্মসুচী পালন হলেও অদৃশ্য শক্তিবলে ধরাছোয়ার বাহিরে থেকে যায় এই হেবিওয়েট কর্মকর্তা।
 কিন্তু বিধিবাম আর শেষ রক্ষা হলোনা ডাচ্ বাংলা ব্যাংকের এই হেবিওয়েট কর্মকর্তা ম্যানেজার তৌহিদুলের। গত ইং ১৫ সেপ্টেম্বর ২০২৫ সোমবার ডাচ্ বাংলা ব্যাংকের সর্বোচ্চ নীতিনির্ধানির জারিকৃত এক আদেশে আগামী ইং ১৮সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ের এসআর এ এট্যাচমেন্ট দিয়েছেন।
নির্ভরযোগ্য তথ্য সুত্রে জানাযায়, ডাচ্ বাংলা ব্যাংকের সাতক্ষীরা শাখার সাবেক জনপ্রিয় সৎ ও নিষ্ঠাবান ম্যানেজার সাঈদুল ইসলাম বাংলাদেশ ব্যাংকে পরিক্ষায় কৃতকার্য হয়ে প্রবাসি কল্যান ব্যাংকের উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে চলে যান। এরপর ২০২২ সালের অক্টোবর মাসে ম্যানেজার সাঈদুল ইসলামের স্থানে জুনিয়র পোষ্টের মোঃ তৌহিদুল ইসলাম ম্যানেজারের দায়িত্ব পান।এর পর কিছুদিন যেতেই ম্যানেজার তৌহিদুল অস্থায়ী অবৈতনিক হিসেবে নিয়োগ দেন এক সুন্দরী মেয়েকে।
নাম প্রকাশে অনিচ্ছুক ব্যাংকের অনেক কর্মকর্তার অভিযোগ ম্যানেজার তৌহিদুল‘র স্ত্রী কাছে না থাকার সুযোগে শহরের মুনজিতপুরে সুন্দর ফ্লাট নিয়ে ব্যাংক টাইমের ফাঁকে প্রায় সময় কাটাতেন এই বাসায়।
এ সময় অনেকে অনেক কিছু দেখে ফেলার কারনে ফুসে ওঠে ডাচ্ বাংলা ব্যাংকের অনেক শুভাকাঙ্খিরা। এরপরেও থেমে থকেনি ম্যানেজার তৌহিদুলের অসামাজিক কার্যকলাপ। ব্যাংকের অন্য কোন কর্মকর্তা তার এ সকল বিষয়ে কথা বললে সাথে সাথে হাতে শোকজ লেটার ধরিয়ে দিয়ে চাকরি খাওয়ার ভয় দেখাত এই তৌহিদুল।
তৌহিদুলের অপকর্মের প্রতিবাদ কারীদের গোপন সহযোগী ভেবে বলীরপাঠা বানিয়ে সাবেক ডেপুটি ম্যানেজার নির্মলকে হেড অফিসের মাধ্যমে ডিমোশন করে অন্যত্রে বদলি করে দেয়। আর শান্ত ভদ্র ধার্মিক অফিসার মোস্তফাকে অনেক দুরে বদলি করিয়ে দেয়।
অভিযোগ আছে ব্যাংকের নতুন ডেকোরেশন করার পরে পুরাতন ডেকোরেশনের মালামাল নাম মাত্র দরপত্র দেখিয়ে লক্ষাধিক টাকা আত্মসাৎ  করে তৌহিদুল ।
সুত্রে আরও জানা যায়, ম্যানেজার তৌহিদুলের বিরুদ্ধে ডাচ্বাংলা ব্যাংকের হেড অফিসে নারী কেলেঙ্কারির অভিযোগ গেলে অদৃশ্য শক্তিবলে তৌহিদুলের পরিবর্তে তৌহিদুলের মাধ্যমে নিয়োগকৃত সেই সুন্দরী মেয়েটি বলির পাঠা হয়ে চাকরি হারিয়ে সম্মানের দিকে তাকিয়ে প্রতিবাদ ছাড়াই চলে যায়।
কিন্তু বিষয়টি জানাযানি হওয়ার পর ‘ব্যাংকিং নারী গ্রহিতা ও সচেতন নাগরিক সমাজ” এর ব্যানারে সালমা আক্তারের সভাপতিত্বে ও সানজানার সঞ্চালনায় ম্যানেজার তৌহিদুল ও তার সহযোগী এজেন্ট ব্যাংকিংয়ের এরিয়া ম্যানেজার শাহাজান হোসাইনের বিরুদ্ধে দীর্ঘ সময় ব্যাপি শহরের পলাশপোল ডাচ্বাংলা ব্যাংকের “ফাস্ট ট্রাক”র সামনে ২০২৩ সালের ১৮জুলাই দুপুর একটার সময় প্রায় অর্ধশত নারী মানববন্ধন করেন।এসময় মানববন্ধনে বক্তব্য প্রদান করেন রহিমা খাতুন, সাফিয়া বেগম, তামান্না আক্তার তিথি, ঝর্ণা বেগমসহ আরও অনেকে। বক্তারা তাদের বক্তব্যে ডাচ্বাংলা ব্যাংকের ম্যনেজার ও এরিয়া ম্যানেজার তৌহিদুলকে নারী লোভী বলে আখ্যায়িত করেন। বক্তারা বলেন সম্প্রতি এ জাতীয় অভিযোগ ডাচ্বাংলা ব্যাংকের প্রধান কার্যালয়ে গেলেও ডাচ্বাংলা ব্যাংকের মাষ্টার রোলে চাকুরি করা ওই নারীকে হেড অফিস থেকে ছাটাই করলেও মুল দোষী ম্যানেজার তৌহিদুল ইসলাম বহাল তবিয়তে আছেন।
এছাড়া সেবা গ্রহিতা নারী গ্রহকরা তার থেকে অনিরাপদ হলেও লোকলজ্জার ভয়ে তারা মুখ খুলতে পারছেনা। আবার অনেক পুরুষ গ্রাহকের সাথে অসৎ আচরণের ও অভিযোগ আছে ম্যানেজার তৌহিদুল ইসলাম এর বিরুদ্ধে। বিভিন্ন অঞ্চল থেকে মানব বন্ধনে আসা নারীরা ম্যানেজার তৌহিদুল ইসলাম‘র বিরুদ্ধে বিভিন্ন অজ্ঞাত জায়গায় নারী হয়রানি সহ অবৈধ আর্থিক সুবিধা গ্রহনের ও অভিযোগ করেন। বক্তাদের বক্তব্য শেষে সভাপতি সালমা আক্তার ব্রাঞ্চ ম্যানেজার তৌহিদুল ও এজেন্ট ব্যাংকিংয়ের এরিয়া ম্যানেজার সাহাজান হোসেনের বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা  গ্রহনের জন্য এক সপ্তাহের আল্টিমেটমেটাম দেন।
এরপরও ম্যানেজার তৌহিদুলের নিয়ন্ত্রনহীন পূর্ব অভ্যাসের পূণর্ব্যাক্তের অভিযোগে ২০২৩ সালের ৩১জুলাই সোমবার সকাল ১১ঘটিকায় শ্যামনগর প্রেসক্লাবের সামনে মানবধিকর সংগঠন “ওয়ার্ল্ড ফাউন্ডেশন ফর ষ্টাবলিস্টমেন্ট এন্ড ইমপেলেমেনটেশন অফ হিউম্যান রাইটস” এর ব্যানারে বিশ্ব মানবধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন ফাউন্ডেশনের শ্যামনগর উপজেলা শাখার সভাপতির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমানের সঞ্চালনায় শতাধিক মানুষের অংশগ্রহনে বক্তাদের বক্তব্যের মুল বিষয় ও দাবি ছিল অতিদ্রুত ম্যানেজার তৌহিদুলের সকল অপকর্মের দৃষ্টান্ত মুলক শাস্তি দৃশ্যমান করতে হবে। বাংলার মানুষের প্রানের ডাচ্ বাংলা ব্যাংককে ম্যানেজার তৌহিদুলের মত নারীলোভি দুর্নিতিবাজ ও জালেমের হাত থেকে রক্ষা করতে হবে। মানববন্ধন সমাবেশ শেষে ন্যায় ও সত্যের জয়ের আশায় উপজেলা নির্বাহি কর্মকর্তার মাধ্যমে প্রয়োজনীয় সকল দপ্তরে স্মারক লিপি ও অনুলিপপি দেন মানববন্ধনকারী সংগঠনের নেতৃবৃন্দ।
কিন্তু দীর্ঘ সময় কোন প্রতিকার না পেয়ে সাতক্ষীরায় ডাচ্বাংলা ব্যাংকের উপর থেকে যখন মানুষের আস্থা উঠতে বসেছে এমন সময় হঠাৎ বিধিবাম হলো ম্যানেজার তৌহিদুলের। চারিদিকে খবর ছড়িয়ে পড়ল নারী কেলেঙ্কারি, দুর্নীতি ও অসৎ আচরনের অভিযোগ মাথায় নিয়েই এস আর এ এট্যাচমেন্ট হয়েছে তৌহিদের, আর সাথে সাথেই ডাচ্বাংলা ব্যাংকের উপর আস্থা ও সস্তি ফিরতে শুরু করেছে সকল পর্যয়ের মানুষের। কিন্তু এ খবর পেয়ে ব্যবসায়ী, সুশীল সমাজ, সচেতন মহল, নারী সংগঠন ও সাধারন মানুষ তাদের অনুভুতি ব্যক্ত করে বলেন, শুধু এট্যাচমেন্ট নয়, ম্যানেজার তৌহিদুলের দ্রুত স্থায়ী চাকুরিচ্যুত ও সকল অপরাধের জন্য আইনের কাঠগড়ায় দাড় করিয়ে উপযুক্ত শাস্তির দৃশ্যমান ব্যবস্থা করে ডাচ্বাংলা ব্যাংককে প্রমান করতে হবে ডাচ্বাংলায় কোন অপরাধির জায়গা নাই।
এ বিষয়ে সাতক্ষীরা ডাচ্ বাংলা ব্যাংক ম্যানেজার তৌহিদুল ইসলাম নিকট তার বিরুদ্ধে অভিযোগের বিষয় জানতে চাইলে তিনি,   সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে বহিরাগত ব্যক্তিদের দিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দেন।
এদিকে ডাচ্ বাংলা ব্যাংকের একাধিক সদস্যরা জানান আমরা এই ব্যাংকে একাউন্ট করছি লেনদেন ও করছি কিন্তু এই ম্যানেজারের আচরণ অত্যান্ত খারাপ তাকে অপসারণ না করলে গ্রাহক অসন্তুষ্ট হচ্ছে বলে জানান অনেকে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।