বৃহস্পতিবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান এর অবসরজনিত বিদায় সংবর্ধনা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

পঞ্চগড়ের আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। প্রিয় অধ্যক্ষের বিদায়কে স্মরণীয় করে রাখতে শিক্ষক ও শিক্ষার্থীরা দিয়েছেন রাজকীয় বিদায়। আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজের আয়োজনে বুধবার (১৭ সেপ্টেম্বর) দিনব্যাপি কলেজ প্রাঙ্গণে এই বিদায় সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মজনুল ইসলাম (নয়ন) সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন। প্রভাষক মোঃ ইয়াবুর রহমান ও মোঃ হাবিবুর রহমান মুক্তা (রুবেল)’র সঞ্চালনায় অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নানের কর্মজীবনের ওপর স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোঃ মুক্তা আলম। আরো স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন, আমন্ত্রিত অতিথি উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান(জাহেদ) সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রহমান(আব্দার), উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, কলেজের সাবেক সভাপতি ফকরুল আলম,তোড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্যাহেল বাকী, সাবেক সাংগঠনিক সম্পাদক মতিয়র রহমান, সদস্য কেরামত আলী, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী, কলেজের পক্ষ থেকে আবেগাপ্লুত হয়ে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক অভিনাশ চন্দ্র বর্মন, বলরাম বর্মন, আ.ন.ম ওবায়দুল্লাহ, রেহানা আখতার, প্রভাষক আশরাফুল ইসলাম, ওজিফুল হক, সুবল চন্দ্র রায়, মানিক জাপান,আসাদ রহমান, মাহাবুব আলম, আব্বাস আলী, আনিছুর রহমান, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর রিপন আলী, কর্মসহায়ক নবদ্বীপ চন্দ্র বর্মন, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন,দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী সুমাইয়া আক্তার, প্রিয়া আক্তার, প্রমুখ।

বক্তারা বলেন,অধ্যক্ষ আব্দুল মান্নান একজন উদার মনের মানুষ তিনি সবসময় শিক্ষক-কর্মচারীদের খোঁজ খবর নিতেন। তিনি একজন কলেজের দক্ষ অভিভাবক ছিলেন। তার শুন্যতা কখনই পুরণ হবার নয়। তিনি কখনই সময়ের অপব্যবহার করতেন না। কলেজের শিক্ষকরা বলেন, স্যারের নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা থেকে আমরা শিক্ষকরা অনেক কিছু শিখেছি। এখান থেকে কোনো শিক্ষক যদি প্রমোশন নিয়ে কোথাও যান তবে স্যারকে অনুকরন করে তিনিও দক্ষতার সাথে একজন প্রতিষ্ঠান প্রধানের দায়িত্ব পালন করতে পারবেন।

অবসরপ্রাপ্ত বিদায়ী অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান তার বক্তব্যে বলেন, ১৯৯২ সালের ১২ অক্টোবর মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজে প্রভাষক পদে যোগদান করি। পরে ২০০৩ সালের ২৭ এপ্রিল আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করি। দীর্ঘ প্রায় ২৩ বছর অধ্যক্ষের দায়িত্ব পালন শেষে অবসরে গেলাম। মহান এ পেশায় নিজেকে নিয়োজিত করতে পেরে আজ আমি স্বার্থক। আমি প্রতিষ্ঠান প্রধানের দায়িত্বে থেকে আমার অনেক শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থী পেয়েছি। তাদের ভালোবাসা পেয়েছি। তাদের মনে স্থান পেয়েছি বলেই কলেজ থেকে শেষ বিদায়ে তারা আমাকে অশ্রুসিক্ত বিদায় দিয়েছেন। আমি স্বার্থক এমন শিক্ষার্থী ও সহকর্মী পেয়ে। তিনি বলেন, আমার শিক্ষকেরা অনেক ভালো মনের মানুষ। তারা আমার অধ্যক্ষের দায়িত্ব পালনে সর্বত্র সহযোগিতা করেছেন। সেজন্য তাদের কাছে কৃতজ্ঞ।

আলোচনা শেষে বিদায়ী অধ্যক্ষের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক সহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিবৃন্দ। পরে একটি প্রাইভেট কার ফুল দিয়ে সুসজ্জিত করে উপজেলা পরিষদ চত্বরে তার অস্থায়ী বাসভবনে পৌঁছিয়ে দেয়া হয় বিদায়ী এ অধ্যক্ষকে। এ সময় কলেজের সকল শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীরা প্রাইভেটকারের পেছনে পায়ে হেঁটে বিদায়ী অধ্যক্ষকে বাসায় পৌছে দেন। বিাদয় সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক,কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক , কলেজ পরিচালনা কমিটি, বিদায়ী অধ্যক্ষের সহধর্মীনি,আমন্ত্রিত অতিথিবৃন্দসহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।