কিশোরগঞ্জে বৈদ্যুতিক দূর্ঘটনায় আহত ব্যক্তির পরিবারকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নগদ অর্থ সহায়তা করা হয়েছে।
গতকাল (১৭সেপ্টেম্বর) বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ সদর উপজেলার উদ্যোগে বৈদ্যুতিক দূর্ঘটনায় আহত উপজেলার মহিনন্দ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রাজমিস্ত্রি মোঃ আব্দুর রহমানের চিকিৎসার জন্য তার পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ সদর উপজেলার আমীর মাওলানা নজরুল ইসলাম ক্ষতিগ্রস্ত পরিবারের নিকট নগদ ১০,০০০/- (দশ হাজার) টাকা তুলে দেন।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মোঃ নূর উদ্দিন, সেক্রেটারি বোরহান উদ্দিন সুমন, মহিনন্দ ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সভাপতি আবুল বাশার ও সেক্রেটারি আতিকুর রহমান গাজীসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।