যশোরের অভয়নগরের প্রেমবাগ থেকে ককটেল ও দেশীয় অস্ত্রসহ একজনকে আটক করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর সকালে অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের বনগ্রাম থেকে ককটেল ও অস্ত্রসহ একজনকে আটক করা হয়। সেনাবাহিনীর ক্যাম্প সূত্রে জানা গেছে, অভয়নগর আর্মি ক্যাম্প ২ইবি এর ক্যাপ্টেন আকিব এর নেতৃত্বে মো:জহিরুল ইসলাম (৫৩)এর বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে বাড়ি তল্লাশি করে তার ঘরের পাশে খড়ের পাড়া থেকে ককটেল এবং বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এসময় উপজেলার বনগ্রাম এলাকার হাজী নুরুল ইসলামের ছেলে মো:জহিরুল ইসলাম (৫৩) কে আটক করা হয় বলে সেনাবাহিনী সূত্রে নিশ্চিত করেছেন।
এসময় বড় ককটেল -১৪, ছোট ককটেল -০৬, বড় রান্দা ০৬, চাকু ০৫, লাঠি -১০ উদ্ধার করেছে।
আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত মালামালসহ সকাল ১০ টায় অভয়নগর থানায় হস্তান্তর করেছে। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।