মঙ্গলবার , ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভাঙ্গুড়ায় ভুয়া ফেসবুক আইডি চালিয়ে অপপ্রচার, এক যুবক আটক

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

পাবনার ভাঙ্গুড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া আইডি ব্যবহার করে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সাধারণ নাগরিকদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং ব্ল্যাকমেইল করার অভিযোগে ওয়ালীদ হাসান নীরব (২৩) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

আটককৃত নীরব পৌর সদরের এসআর পাড়ার বাসিন্দা রবিউল হাসান ওরফে ভাদু মিয়ার ছেলে।

এ ঘটনায় সোমবার (১৫ সেপ্টেম্বর) মো. গোলাম রাব্বী (২৫), পিতা-মো. মাসুদ রানা, ভাঙ্গুড়া উপজেলার বাসিন্দা বাদী হয়ে থানায় লিখিত এজাহার দায়ের করেন।

এজাহারে উল্লেখ করা হয়, ওয়ালীদ হাসান নীরব ভাঙ্গুড়া উপজেলা বিএনপির কোনো পদে না থেকেও “বিএনপি ভাঙ্গুড়া” নামে একটি ভুয়া ফেসবুক আইডি খুলে নিয়মিত অপপ্রচার চালাতেন। তিনি নিজের মোবাইল (Oppo A9 2020) ব্যবহার করে একাধিক ভুয়া আইডির মাধ্যমে মিথ্যা, অশ্লীল ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে স্থানীয় ব্যক্তিবর্গ ও পরিবারের সামাজিক মানহানি ও আর্থিক ক্ষতির কারণ হন।

স্থানীয় সূত্রে জানা যায়, নীরব নিয়মিত তার পোস্টে ঘোষণা দিতেন—পরের দিন কার বিরুদ্ধে ‘আমলনামা’ প্রকাশ করা হবে। এভাবে ধারাবাহিকভাবে মিথ্যা ও অসত্য তথ্য ছড়িয়ে যাচ্ছিলেন তিনি। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংবাদকর্মীরা ক্ষোভ প্রকাশ করে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। উপজেলা বিএনপিও স্পষ্ট জানায়, উক্ত আইডির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।

পরে স্থানীয়রা ঢাকার সঙ্গে যোগাযোগ করে প্রযুক্তির সহায়তায় ওই ফেসবুক আইডির প্রকৃত পরিচয় উদঘাটন করে। এরপর ১৪ সেপ্টেম্বর বিকেলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা নীরবকে নিজ বাড়ি থেকে দলীয় কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। এ সময় তিনি জানান, ভাঙ্গুড়ার বিভিন্ন ব্যক্তি তাকে ছবি ও ভিডিও দিয়ে উদ্বুদ্ধ করেছেন এবং এসব এভিডেন্স তার মোবাইলে সংরক্ষিত রয়েছে।

পরে রাত ১১টার দিকে তাকে ভাঙ্গুড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, আটককৃত নীরবকে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে আরও যারা জড়িত, তাদেরও আইনের আওতায় আনা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।