বান্দরবানে রোয়াংছড়ি উপজেলায় এক যুবককে খুন করে লাশ খালে ভাসিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে পুলিশ ও এলাকাবাসী এ তথ্য নিশ্চিত করেছে।
নিহত ব্যক্তির নাম অমন্ত সেন তংঞ্চঙ্গ্যা (৪৬)। তিনি রোয়াংছড়ি উপজেলার ৩নং আলেক্ষ্যং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নাটিংঝিড়ি পাড়ার মৃত ধল্যা তংঞ্চঙ্গ্যার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রবিবার দিবাগত রাতে রোয়াংছড়ি বাসটার্মিনাল রাস্তা হতে নিজ বাড়িতে ফেরার পথে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে খুন করে তারাছা খালে ফেলে দেয়। আজ সকাল পর্যন্ত তার লাশ উদ্ধার করা যায়নি।
নিহতের বড় ভাই রসিকো তংঞ্চঙ্গ্যা জানান, “আমার ছোট ভাই রাত ১১টার দিকে বাড়ি ফেরার পথে খুন হয়েছে। দুর্বৃত্তরা তাকে হত্যা করে খালে ফেলে দিয়েছে। আমরা সকাল থেকে খুঁজছি কিন্তু এখনো লাশ পাইনি।”
এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে, এব্যাপারে রোয়াংছড়ি থানা এসআই শুভ্রমুকুল সত্যতা স্বীকার বলেন ঘটনা সত্য সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করছি। সেখানে রাস্তা উপর প্রচুর রক্ত পড়ে আছে।
পাশাপাশি ধারণা করছে রক্তাক্ত অবস্থায় কে বা কারা তাকে হত্যা করা হয়েছে জানিনা। রাস্তায় মারার পর নাদীর ধারে বালুচরে টেঁনেহেঁচরা করে নিয়ে যাওয়া চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা বাঁশের টুকরা ও কাঠের টুরা উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ব্যক্তি অমন্তসেন তঞ্চঙ্গ্যা জীবিত ও মৃত লাশ না পাওয়ার পর্যন্ত উদ্ধার কাজে অভিযান অব্যাহত থাকবে।