মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে দ্রুতগামী সেলফী বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছে রিয়াদ হোসেন (১৬) নামে এক স্কুল ছাএ। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টার পাটুরিয়া আরসিএল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় গুরুতর আহত হয়েছে রোমান (১৬) নামে আরও এক ছাএ।
নিহত রিয়াদ শিবালয় উপজেলার দক্ষিণ তেওতা গ্রাং রেজাউল করিমের ছেলে এবং স্থানীয় অক্সফোর্ড একাডেমির দশম শ্রেণির ছাএ ছিলেন। আহত রোমান তেওতা একাডেমির একই শ্রেণির ছাত্র।
বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন , রিয়াদসহ চারজন মোটরসাইকেলে পাটুরিয়া থেকে উথলীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সেলফি পরিবহনের একটি দ্রুতগামী বাস তাদের মোটরসাইকেলের পেছনে ধাক্কা দিলে রিয়াদ ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুতর আহত রোমানকে স্থানীয় মুনু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে গেলেও সেলফী পরিবহনের বাসটি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।