মানিকগঞ্জের ঘিওরে সিএনজি ও প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষে ৫ জন গুরুতর আহত হয়েছেন।
রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে বরংগাইল টাংগাইল, ঘিওর আঞ্চলিক সড়কে উপজেলার পয়লা ইউনিয়নের চরবাইলজুরী পঞ্চ রাস্তা আকাশ এলপিজি পাম্প সংলগ্ন ঢাকা থেকে আসা প্রাইভেট কারের সাথে দৌলতপুর থেকে ছেড়ে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষে এ ঘটনাটি ঘটে।
এ ঘটনায় ১ জন গুরুতরসহ ৪ জন আহত হয়েছে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঘিওর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে বলে জানা গেছে।
আহতরা হলেন, দৌলতপুর উপজেলার চকমিরপুর গ্রামের মোঃ আব্দুল হাইয়ের ছেলে, আবদুল রাহাত, চকমিরপুর গ্রামের করিম মিয়ার ছেলে আনিছ, টাঙ্গাইল নাগরপুর থানার বাদেবিহালী গ্রামের শহিদুল ইসলামের ছেলে রাহাত, একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে সুমন, বাতেন মন্ডলের ছেলে মাহিম।
সিএনজি ড্রাইভার আনিছের অবস্থা আশঙ্কাজনক হয় তাকে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা হসপিটালে প্রেরণ করেছে ।
এ ঘটনায় ঘিওর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সিএনজিটি থানায় নিয়ে যায়।