কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বালু ভরাটের মাধ্যমে রাস্তা সংস্কার করেছে। শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী এগারসিন্দুর ইউনিয়ন শাখার উদ্যোগে মঠখোলা বাজার সিএনজি স্টেশনে বালু ভরাটের মাধ্যমে রাস্তা সংস্করণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কিশোরগঞ্জ জেলা ত্রাণ ও কর্মসংস্থান সম্পাদক জিয়াউর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী এগারসিন্দুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মুখলেস উদ্দিন আকন্দ, সেক্রেটারি আব্দুস সামাদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এগারসিন্দুর ইউনিয়ন শাখার সভাপতি আবুল কাশেম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, এগারসিন্দুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের সভাপতি সুমন মিয়া প্রমুখ।
সংস্কারে অংশগ্রহণকারী ব্যক্তিরা বলেন, দীর্ঘদিন যাবত মঠখোলা বাজারের গুরুত্বপূর্ণ সিএনজি স্টেশন জায়গাটি জরাজীর্ণ অবস্থায় থাকায় জনসাধারণের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই কিছুটা হলেও দুর্ভোগ লাঘবের কথা চিন্তা করে আমরা রাস্তাটি বালু ভরাটের মাধ্যমে সংস্কার করার উদ্যোগ গ্রহণ করি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর এ কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।