কিশোরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলার বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন শাখার উদ্যোগে বাছাইকৃত তাফসিরগণের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৩/৯/২৫ খ্রিস্টাব্দ) শনিবার বেলা ৯ ঘটিকায় অধ্যক্ষ মাওলানা আব্দুর বারি রিয়াজীর সভাপতিত্বে মাওলানা আব্দুর রহমান কাসেমীর সঞ্চালনায় নগুয়া আল ফারুক ট্রাস্টে বাছাইকৃত তাফসিরগণের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।
বাছাইকৃত তাফসিরগণের শিক্ষা বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শ্যূরা সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলার আমীর ও কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মোঃ রমজান আলী।
এতে প্রধান আলোচক হিসেবে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা ফকরুদ্দীন আহমদ, বিশেষ আলোচক হিসেবে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নাসির উদ্দিন হেলালী, বিশেষ অতিথি হিসেবে হয়বত নগর এ.ইউ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা মোঃ আজিজুল হক, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মাওলানা মোঃ নাজমুল ইসলাম, মাজলিসুল মুফাসসিরীন ময়মনসিংহ বিভাগীয় সেক্রেটারি মাওলানা মাহফুজুর রহমান পাঠান প্রমুখ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
রাসুল (সা.) এঁর জীবন আদর্শ বাস্তবায়নের আহ্বান জানিয়ে আলোচকরা বলেন, রাসুল (সা.) দেখানো পথে রয়েছে মানবতার মুক্তি। তাঁর আদেশ ও নিষেধ মেনে চলা আমাদের দায়িত্ব ও কর্তব্য। দুনিয়াতে সব নবী ও রাসূল পাঠানোর উদ্দেশ্যই ছিল ভ্রান্ত সমস্ত মতবাদ ও আদর্শের বিপরীতে ইসলামী আদর্শ প্রতিষ্ঠা করা। মানবতার মুক্তির জন্য একটিই আদর্শ রয়েছে, তা হলো ইসলাম। আর বাস্তবিক চর্চা ও অনুসরণ দেখিয়েছেন রাসুল (সা.)।