লামা উপজেলার মাতামুহুরী নদীতে নিখোঁজ ব্যক্তির এখনও সন্ধান মেলেনি। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ ঘটিকার সময় লামা সদর ইউনিয়নের ছোটবমু নদীর ঘাটে নদী পারা পার হবার সময় মামা,ভগিনা দুই জন নদীতে ডুবে যায়। তাদের মধ্যে একজনকে স্হানীয়রা উদ্ধার করে। অন্য জন নিখোঁজ রয়েছে।
সূত্রে জানায়,নিখোঁজ ব্যাক্তির নাম-মোঃ শাহাজান (৪০), পিতাঃ মোঃ নুর মোহাম্মদ,মাতাঃ তৈয়বা,গ্রামঃ উত্তর চাকমার কুল, নয়াপাড়া পাড়া,রামু-কক্সবাজার। পেশাঃ রাজ মিস্ত্রী।
উদ্ধার কৃত ব্যক্তির নামঃ মোঃ আলা উদ্দিন, পিতাঃ মোঃ ইসমাইল, মাতাঃ লায়লা বেগম। গ্রামঃ উত্তর চাকমার কুল,নয়াপাড়া। রামু- কক্সবাজার। পেশাঃ রাজমিস্ত্রী।
আজ শনিবার সকাল থেকে নিখোঁজ ব্যক্তির উদ্ধারে কাজ ডুবরি দল কাজ করছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি মেম্বার মানিক বড়ুয়া বলেন, ঘটনাটি দুঃখজনক। আমরা নিখোঁজ ব্যক্তির উদ্ধারে সহায়তা করছি।
উল্লেখ্য যে, গত দুই বছর আগেও একই স্থানে মাতামুহুরী নদী পারাপার করার সময় এক উপজাতি ব্যক্তি ডুবে যাওয়ার পর প্রায় ৩ দিন পর নিচে মাতামুুহুরী ব্রীজেের নিচ থেকে উদ্ধার করা হয়।