গ্রামীণ বাংলার লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে পাবনার চাটমোহরে আয়োজন করা হলো লাঠিখেলা। সামাজিক সংগঠন হান্ডিয়াল ক্লাবের ১ম বর্ষপূর্তি উপলক্ষে শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় হান্ডিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ খেলা দেখতে স্থানীয় মানুষের ঢল নামে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হান্ডিয়াল ক্লাবের সভাপতি খন্দকার আল মারুফ। খেলাটি উদ্বোধন করেন হান্ডিয়াল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এফ এম ছহির উদ্দিন স্বপন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হান্ডিয়াল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আবু হানিফ।
লাঠিয়ালরা ঢোল ও কাশার তালে তাল মিলিয়ে দারুণ কৌশল ও মনোমুগ্ধকর অঙ্গভঙ্গি প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করেন।
খেলায় অংশ নেন বিভিন্ন এলাকার লাঠিয়াল দল। মাঠজুড়ে নারী-পুরুষ, শিশু থেকে শুরু করে প্রবীণ পর্যন্ত সব বয়সী দর্শকের উপস্থিতিতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পাবনা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ডাঃ আহমেদ মোস্তফা নোমান, পাবনা জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম নিকশন, হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রে অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান, হান্ডিয়াল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মেঃ মোজাহার আলী, মুনিয়াদিঘী কারিগরি কৃষি কলেজ পরিচালক মোঃ রফিকুল ইসলাম, হান্ডিয়াল বাজার সমিতির সভাপতি খন্দকার বুলবুল আহমেদ, এ এস আই আবু তাহের, হান্ডিয়াল ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার, ডাচ্ বাংলা এজেন্ট শাখার পরিচালক মোঃ আলতাফ হোসেন মাস্টার, হান্ডিয়াল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা জয় প্রমুখ।
অতিথিরা বলেন, একসময় গ্রামবাংলার সামাজিক অনুষ্ঠান ও উৎসবে লাঠিখেলা ছিল অন্যতম বিনোদন। কিন্তু আধুনিকতার ভিড়ে এ খেলা আজ বিলুপ্তির পথে। হান্ডিয়াল ক্লাবের মতো উদ্যোগ তরুণ প্রজন্মকে ঐতিহ্য ও শিকড়ের সাথে যুক্ত করবে এবং সমাজে সুস্থ সাংস্কৃতিক চর্চা গড়ে তুলবে।
আয়োজকরা জানান, সামাজিক সংগঠন হিসেবে হান্ডিয়াল ক্লাব সবসময় সমাজসেবা, সংস্কৃতি এবং ঐতিহ্য রক্ষার কাজে অঙ্গীকারবদ্ধ। বর্ষপূর্তির প্রথম আয়োজনেই ঐতিহ্যবাহী লাঠিখেলা অন্তর্ভুক্ত করায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও সাড়া দেখা গেছে। খেলায় পরিচালনা করেন আশরাফুল আলম মাস্টার। খেলা শেষ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।