কিশোরগঞ্জ জেলা যুব দলের উদ্যোগে বড়বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় নরসুন্দা নদী পরিষ্কার কার্যক্রমের উদ্বোধনী করা হয়েছে।
আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) সকাল এগারো ঘটিকায় কিশোরগঞ্জ জেলা যুব দলের উদ্যোগে শহরের বড়বাজার ব্রিজ এলাকায় নরসুন্দা নদী পরিষ্কার কার্যক্রমের উদ্বোধনী করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কার্যক্রম উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।
উদ্বোধনকালে জাতীয় নির্বাচন প্রসঙ্গে যুবদল সভাপতি বলেন, ‘জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত হলে এবং নেতাকর্মীরা রাজপথে থেকে ভোটকেন্দ্র পাহারা দিলে জনগণের বিপক্ষে গিয়ে কেউ ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে পারবে না। তবে ক্ষমতাসীনরা অবশ্যই চেষ্টা করবে।’
এ সময় যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, সিনিয়র সহ-সভাপতি মুস্তাক আহমেদ শাহীন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।