কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং আদর্শ সংগ্রাম ফাউন্ডেশন বালিগাঁওয়ের যৌথ উদ্যোগে অটোরিক্সা উপহার দেওয়া হয়েছে।
আজ (১২/৫/২৫ খ্রিষ্টাব্দ) শুক্রবার সামাজিক কর্মসংস্কার হিসেবে বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড বালিগাঁও গ্রামের বাসিন্দা আব্দুস সামেদের পুত্র চাঁন মিয়াকে একটি অটোরিক্সা উপহার দেয় সংগঠনটি।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শ্যূরা সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা আমীর ও কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মোঃ রমজান আলী।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক কাজী মোঃ সাইফুল্লাহ, বাজিতপুর উপজেলা আমীর ডাঃ ইয়াকুত আলী, উপজেলা সেক্রেটারি মোঃ মোবারক উল্লাহ, কর্ম পরিষদ সদস্য হাফেজ আব্দুল কাদির, পৌর সেক্রেটারি এম জুবায়ের আহাম্মদ, হিলচিয়া ইউনিয়ন আমীর মোঃ আমিনুল ইসলাম, সহ-সভাপতি আব্দুর রহিম, সেক্রেটারি সোহরাব হোসেন, অর্থ সম্পাদক সাইফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শেখ হজরত আলী ও মেরাজ ভুইয়া সহ ইউনিয়ন এবং ওয়ার্ডের দায়িত্বশীলবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।