মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর:
সোমবার দুপুরে যশোর অভয়নগর থানার নওয়াপাড়া পৌরসভার ৬নং ওয়ার্ডের এক কলেজ ছাত্রীকে মুখ চেপে ধরে শ্লিলতাহানী ও ধর্ষনের চেষ্টায় অভয়নগর থানায় মামলা দায়ের হয়েছে। যশোর অভয়নগর থানার ওসি(ভারপ্রাপ্ত)মিলন কুমার মন্ডল সাহেবের সাথে কথা বললে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এই ঘটনায় কলেজ ছাত্রী বাদী হয়ে অভয়নগর থানায় একটি মামলা দায়ের করেছেন। যার মামলা নং-১৩, তারিখ- ১৭-০৮-২০২০ইং। অনুসন্ধানে জানা যায়, আসামি লম্পট রাকিব নওয়াপাড়া পৌরসভার ৬নং ওয়ার্ডের গুয়াখোলা গ্রামের শাহীমোড় এলাকার আলমগীর সরদারের বাড়ির ভাড়াটিয়া। লম্পট রাকিব গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া চরবাশুড়িয়া গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে রাকিব(৩৮)একজন কাঠমিস্ত্রি।কাঠমিস্ত্রি হওয়ার সুবাদে কলেজ ছাত্রীটির বাড়িতে কবুতরের ঘর তৈরীর জন্য লম্পট রাকিব প্রবেশ করতে সক্ষম হয়।কলেজ ছাত্রীর বাড়ির ছাদে কবুতরের ঘর তৈরীর ডিজাইন দেখিয়ে দিতে বলে লম্পট কাঠমিস্ত্রি রাকিব।
মেয়েটি কবুতরের ঘরের ডিজাইন দেখানোর জন্য বাড়ির ২য় তলায় গেলে লম্পট রাকিব,মেয়েটির একা থাকার সুযোগে পিছন থেকে মুখ চেপে ধরে শ্লিলতাহানীর ঘটনা ঘটায় এবং ধর্ষণের চেষ্টা করে।তার মুখ থেকে লম্পট রাকিবের হাত সরিয়ে চিৎকার দেয়।চিৎকার শুনে কলেজ ছাত্রীর পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌছালে লম্পট রাকিব দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা রাকিবকে আটক করে। পরে স্থানীয়রা ঘটনাটি শুনে অভয়নগর থানার পুলিশকে খবর দেয় পরে স্থানীয়রা লম্পট রাকিবকে পুলিশে সোপর্দ করে। অভয়নগর থানার ওসি(ভারপ্রাপ্ত) মিলন কুমার মন্ডল সাহেব আরো জানান,ঘটনাটি শুনে তাৎক্ষণিকভাবে আমি আইনগত ব্যবস্থা গ্রহন করেছি।অভিযুক্ত রাকিবকে পুলিশ আটক করেছে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।