বান্দরবানের লামার গজালিয়া ইউনিয়নের সাপমারাঝিরি এলাকায় (১নং ওয়ার্ড) “সাপমারাঝিরি স্টেশন জামে মসজিদ” এর দানবাক্সের টাকা চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে কোন এক সময়ে কে /কারা মেইন রোড়ের পশ্চিম পাশে ইট সিমেন্টের তৈরী অবস্থানকৃত দুইটি বড় দানবাক্স ও আবুর দোকানের একটি সহ মোট ৩টি দানের টাকার চুরি হয়।
সূত্রে জানায়, সকালে স্থানীয় ও পথচারীরা তালাভাঙ্গা অবস্থায় দান বাক্সদেখে বলাবলি করে এবং পরে খোঁজে দেখেন একই রাতে ৩টি বাক্সের তালা ভাঙ্গা বা পরিত্যক্ত অবস্থায় দেখতে পান। সেক্ষেত্রে অনেক দিন ধরে অর্থের অভাবে বর্ণিত মসজিদটি নির্মাণ কার্যক্রম স্থবির বা বন্ধ হয়ে আছে। খোলা আকাশের নিচে ধর্মপ্রাণ মানুষ নামাজসহ ইবাদত- বন্দেকী করছে। মসজিদ কমিটি মসজিদের বাকি অংশের সম্পন্নকরণে সবার নিকট সহযোগিতা করার অনুরোধ জানিয়ে আসছেন। এর মধ্যে অসৎ লোকের এ ঘটনা যা রীতিমতো সমাজের নীতি-নৈতিকতাবিহীন অপরাধমূলক কর্মকাণ্ডে ভাবিয়ে তুলছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ নবী বলেন, এ ঘটনা খুবই দুঃখজনক। এমনিতে আমরা মসজিদের নির্মাণ বিষয়ে অনেক বেশি আর্থিক দৈন্যদশাতে আছি।
বিশিষ্টজনেরা জানান,সমাজে চরম দারিদ্র্যতা ও নৈতিকতা বিরোধী অপরাধ দিন দিন বাড়ছে। এসব ব্যাপারে আমাদের অনেক বেশি সচেতন ও সামাজিক রীতিনীতি, প্রথা ও ধর্মীয় অনুশাসন মেনে চলার শিক্ষা, চর্চা করতে হবে।