“জাতি ধর্ম ও দল নির্বিশেষে রক্ত দিবো হেসে হেসে “এই প্রতিপাদ্য কে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের এর হরিপুরে সংকল্প ব্লাড সোসাইটির ৩য় তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্পিং ও এক অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার উপজেলার যাদুরাণী বাজারে সংক্লপ ব্লাড সোসাইটির প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবুল কাশেম,( সভাপতি সংক্লপ ব্লাড সোসাইটি,) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আব্দুস সালাম (সাবেক মহাসচিব ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ) গেস্ট অব হিসাবে হিসেবে উপস্থিত ছিলেন, মো জামাল উদ্দিন সভাপতি হরিপুর উপজেলা বিএনপি, মো সফিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক হরিপুর উপজেলা বিএনপি, প্রধান আলোচক অধ্যাপক মো করিমুল হক, উপদেষ্টা ও সাবেক সভাপতি হরিপুর উপজেলা বিএনপি, উদ্বোধক,আলহাজ্ব মো আবু তাহের সাধারণ সম্পাদক হরিপুর উপজেলা বিএনপি। আরো উপস্থিত ছিলেন সংকল্প ব্লাড সোসাইটির প্রতিষ্ঠাতা পরিচালক মো জমির উদ্দিন সহ প্রমুখ।
উক্ত ব্লাড ক্যাম্পিং এ স্বাস্থ্য সেবা প্রদান করেন ডা. মো আল মাহমুদ হিমেল,ও ডা. মো হোসেন কামাল শাওন, এমবিবিএস রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল রংপুর, আয়োজনে সংকপ্ল ব্লাড সোসাইটি, একটি সেচ্ছাসেবী অরাজনৈতিক রক্তদানকারী সংগঠন।