রবিবার , ৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

লামায় সড়কে শৃঙ্খলা ফেরাতে মোবাইল কোর্ট অভিযান 

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
বান্দরবানের লামায় ব্যস্ততম গুরুত্বপূর্ণ সড়কে শৃঙ্খলা ও সড়ক দুর্ঘটনা রোধ করতে মোবাইল কোর্ট অভিযান ও জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫ টায়  উপজেলার লাইনঝিরিতে এই অভিযান পরিচালনা  করা হয়।
লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ-এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, গাড়ির ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্স না থাকাসহ সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা অমান্য করার অপরাধে ছয়জন চালককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় অভিযানে উপস্থিত ছিলেন লামা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রিয়াদ,সহকারী টাউন সাব ইন্সপেক্টর মো. খাইরুল ইসলাম, শেখ মোহাম্মদ আলী,সার্জেন্ট শিমুল দেবনাথ, ও কয়েকজন কনস্টেবল এই কার্যক্রমে সহযোগিতা করেন।
এসময় সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ জানান, সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা এবং দুর্ঘটনা কমানোর জন্য ভবিষ্যতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।