মানিকগঞ্জের দৌলতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে দৌলতপুর উপজেলা বিএনপি এ আনন্দ র্যালীর আয়োজন করে। এ উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা উপস্থিত হন। উপজেলা বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাওঃ হাবিবুল্লাহ নোমানী,কৃষক দলের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক কাদের সিদ্দিকী, জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাওঃ আবু ইউসুফ, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম, সাবেক সেনা সদস্য মিলন হোসেন প্রমুখ।উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দৌলতপুর বাজার বাসস্ট্যান্ড থেকে থেকে র্যালী বের হয়ে উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

বৃহস্পতিবার , ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
দৌলতপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী
প্রকাশিত হয়েছে- বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫