মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর থেকে:
যশোরের অভয়নগর উপজেলার ৩নং চলিশীয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড ডুমুরতলা গ্রাম। গ্রামে আছে সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিম্ম মাধ্যমিক বিদ্যালয়। আছে হাট-বাজার। সব মিলিয়ে গ্রামের লোকজনের ভিতর শান্তি বিরাজ করে। কিন্তু এই শান্তির মাঝে গ্রামের মানুষ বছরের কয়েকটি মাস ভোগান্তির শিকার হয়। আর এই ভোগান্তির প্রধান কারণ পানির চাপ বা বন্যায় প্লাবিত হয় পুরো গ্রাম। যার জন্য মানুষ সহ গবাদি পশু গুলোও ভোগান্তির শিকার হয়। আর অত্যাধিক পানি বেড়ে গেলে গ্রামের লোকজনকে বড় উচু রাস্তার উপর একচালা ঘর তৈরি করে তার ভিতর গবাদি পশু সহ বসবাস করতে হয়।
পানির কারণে অনেক অসহায়, দুস্থ, দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহ নানা সংকট দেখা দেয়। অএনেক লোক কর্মহীন হয়ে বসে থাকে। মোটামুটি সবকিছু মিলিয়ে মানুষের মাঝে একটা বিরাট ভোগান্তি দেখা দেয়। প্রতিবছর এমন হওয়ার জন্য ফসলি জমিও তলিয়ে যায়। যার জন্য ফসল আবাদ ও বন্ধ হয়ে যায়। যার জন্য কৃষকরা অর্থনৈতিক দিক দিয়ে অনেক পিছিয়ে পড়ে। এসবের পেছনে মূল কারণ ভবদহ নামক নদীর পলি নিষ্কাশন না করা। তাই ডুমুরতলা গ্রামের মানুষ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে যেন এর যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়।