সোমবার , ২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

লক্ষ্মীপুরে মাটির ব্যাংকের বৃক্ষ রোপন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০

স্টাফ রিপোর্টার :

বাড়ছে মানুষ, বাড়ছে কার্বন-ডাই-অক্সাইড, ধংস করা হচ্ছে বন, কাটা হচ্ছে গাছ, অনিশ্চিত হয়ে পড়ছে নতুন প্রজন্মের ভবিষ্যৎ। এমনই এক পরিস্থিতি যখন ভাবিয়ে তুলছে বিবেকবানদের, ঠিক তখনই দেশের বায়ু, দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি- স্লোগান সামনে রেখে লক্ষ্মীপুরে মাটির ব্যাংকের বৃক্ষ রোপন কর্মসূচি অায়োজন করা হয় মাটির ব্যাংক লক্ষ্মীপুর জেলা চেয়ারম্যান পরিবেশ প্রেমী মাহাথির মাহমুদ সাইফ বলেন, ‘আমাদের পরবর্তী প্রজন্মকে একটি বসবাস উপযোগী পৃথিবী উপহার দেওয়া আমদের দায়িত্ব।

 

আর গাছ লাগানো ছাড়া এর বিকল্প কোনো উপায় নেই। তাই এ চেতনাবোধ থেকেই সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যে এ কর্মসূচী গ্রহন করছি। ’ অপরদিকে পদযাত্রায় আসা স্কুল ছাত্র হাবিবুর রহমান সৌরভ ক্ষোভ প্রকাশ করে বলে, ‘বনখেকোরা নিজের স্বার্থে ধংস করছে বন। আর অনিশ্চিত হচ্ছে আমাদের ভবিষ্যৎ।

 

বে একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায় বৃক্ষরোপন অভিযানটিকে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে দিয়ে সবার অংশগ্রহণ নিশ্চিত করা এবং বন সংরক্ষনের পাশাপাশি সামাজিক বনায়নকে উৎসাহিত করা অত্যন্ত জরুরি বলে মত প্রকাশ করলেন মাটির ব্যাংকের চেয়ারম্যান মাহাথির মাহমুদ সাইফ

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।