মানিকগঞ্জের দৌলতপুরে খলসী ইউনিয়ন যুবলীগের সভাপতি বাজেতালুক গ্রামের মৃত হামিদ মিয়ার ছেলে মো.ফরহাদ হোসেনকে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) এম আর আল মামুন।
গ্রেফতারকৃত ফরহাদ হোসেন গত ২৬ আগস্ট ২০২৪ তারিখে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও নাশকতার অভিযোগে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। এই মামলার ভিত্তিতে ফরহাদ হোসেনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।