দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ও স্বল্প আয়ের মানুষদের সুলভ মূল্যে খাদ্যপণ্য প্রাপ্তি নিশ্চিতের লক্ষ্যে সারাদেশের ন্যায় নওগাঁর রাণীনগর উপজেলায় খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস) ভর্তুকি মূল্যে আটা বিক্রির উদ্বোধন করা হয়েছে। রাণীনগর টিএন্ডটি অফিস সংলগ্ন ও সিম্বা বাজার এই দুইটি পয়েন্টে (ওএমএস) ডিলারের মাধ্যমে ভর্তুকী মূল্যে আটা বিক্রয় করা হচ্ছে।
সোমবার সকালে উপজেলা টিএন্ডটি অফিস সংলগ্ন পয়েন্টে ডিলারের মাধ্যমে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। এ সময় উপজেলা খাদ্য পরিদর্শক মো. আনিছুর রহমান, ডিলার মুক্তার হোসেনসহ ক্রেতারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, প্রতিটি কর্ম দিবসে সাধারণ মানুষ প্রতি কেজি আটা ২৪ টাকা মূল্যে ক্রয় করতে পারবেন।