পাবনার ঈশ্বরদীতে ঐতিহ্যবাহী সাঁড়াঘাট পদ্মা নদীর পাড়ে পর্যটন পয়েন্ট শুভ উদ্বোধন হলো। রবিবার (৩১ আগষ্ট) সন্ধ্যায় পদ্মার মনোরম তীরে আনুষ্ঠানিকভাবে এর শুভ উদ্বোধন করেন নাটোর জেলার এডিসি হিসেবে পদায়ন পাওয়া ঈশ্বরদী উপজেলার বিদায়ী নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস। উদ্বোধনের সময় পদ্মার বুকে সোনালি আভায় ভেসে থাকা মনোমুগ্ধকর পরিবেশে ‘সাঁঝের মায়া’ ঈশ্বরদীবাসীর কাছে নতুন পর্যটন আকর্ষণ হয়ে ওঠেছে। স্থানীয়রা আশা প্রকাশ করেন, এ স্থাপনা ঈশ্বরদীর ঐতিহ্য, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য দেশ-বিদেশে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি পর্যটন ও বিনোদন প্রেমীদের জন্য একটি ব্যতিক্রমী কেন্দ্র হয়ে উঠবে বলে তারা মনে করছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাগত সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার, প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন, সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুর রহমান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মমিন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিহাব উদ্দিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন।
শুক্রবার , ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৭শে রজব, ১৪৪৭ হিজরি
ঈশ্বরদীতে উদ্বোধন হলো সাঁঝের মায়া-আই লাভ ঈশ্বরদী পর্যটন পয়েন্ট
প্রকাশিত হয়েছে- সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫