চলনবিলের আলো বার্তাকক্ষ:
‘ভাঙ্গুড়ায় সরকারি কলেজ মাঠে ঘাসের চাষ ; জনমনে ক্ষোভ’ নামক শিরোনামে সংবাদ প্রকাশের পর পাবনার ভাঙ্গুড়ায় সরকারি জামাল উদ্দীন ডিগ্রী কলেজ মাঠের ঘাস পরিষ্কার করালেন কলেজ অধ্যক্ষ শহিদুজ্জামান।বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর কলেজ কর্তৃপক্ষ নড়েচড়ে বাসেন এবং তীব্র সমালোচনার মুখে পড়েন।এরপরেই কলেজ মাঠ চত্বর থেকে গোখামারীদের গরু সড়িয়ে নিতে নির্দেশ দেন অধ্যক্ষ পাশাপাশি কলেজ মাঠের ঘাস দ্রুত পরিষ্কার করতে ব্যস্ত হয়ে পড়েন তিনি।তবে গত শুক্রবার থেকে শতাধিক জনতা যে যার মতো করে উন্মুক্তভাবে কলেজ মাঠের ঘাস কেটে নিয়ে যায়।কিন্তু কলেজ কর্তৃপক্ষ তাদের কোন ধরণের বাধা প্রদান করেনি।বরং কলেজ কর্তৃপক্ষ মাঠ সমতলের নামে টাক্ট্রার দিয়ে চাষ দেওয়ার ব্যবস্থা করেছেন।ফলে স্থানীয়দের মধ্যে সরকারি কলেজ মাঠে মাসকালাই ঘাসের চাষ করাকে নিয়ে যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল তার অবসান হল।
করোনাভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান ছুটির মধ্যে করোনাভাইরাস প্রতিরোধের জন্য সামাজিক দুরত্ব বজায় রাখার দায় দিয়ে কলেজের অধ্যক্ষ শহিদুজ্জামান চতুর্থ শ্রেণির কর্মচারীদের দিয়ে সরকারি কলেজ মাঠে মাসকালাইয়ের ঘাষে চাষ করার অনুমতি দিয়েছিলেন।সেই ঘাস গুলি বেড়ে ঊঠলে গোখামীদের নিকট মোটা অঙ্কের টাকায় বিক্রি করেছিলেন।কিন্তু সংবাদ প্রকাশ হওয়ার পর সেটা আর সম্ভব হল না।