বৃহস্পতিবার , ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মাদক, কিশোর গ্যাং ও হানি ট্যাপের বিরুদ্ধে চাটমোহর পৌর বিএনপির অবস্থান

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

চাটমোহর পৌর এলাকায় সম্প্রতি মাদক, কিশোর গ্যাং ও হানি ট্যাপের মতো সামাজিক ব্যাধি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এসব অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে আমাদের যুব সমাজ ধ্বংসের মুখে পড়ছে, পারিবারিক ও সামাজিক নিরাপত্তা হুমকির মুখে পড়ছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল, চাটমোহর পৌর শাখা দৃঢ়ভাবে ঘোষণা করছে যে মাদক ব্যবসা, মাদক সেবন ও এর সাথে জড়িত যে কোনো চক্রকে সামাজিকভাবে বর্জন করতে হবে।

কিশোর গ্যাং সংস্কৃতি আমাদের তরুণ প্রজন্মকে বিপথে চালিত করছে; আমরা এর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ দাবি করছি।

হানি ট্যাপ ও ডিজিটাল ব্ল্যাকমেইলিং সমাজে অশান্তি সৃষ্টি করছে; এই অপরাধ দমনে জনসচেতনতা বৃদ্ধি এবং আইনগত ব্যবস্থা গ্রহণ অপরিহার্য।

আমরা প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি— অবিলম্বে চাটমোহর পৌর এলাকা থেকে মাদক, কিশোর গ্যাং ও হানি ট্যাপ সিন্ডিকেট নির্মূলের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক। পাশাপাশি সর্বস্তরের জনগণকে এ বিষয়ে সচেতন হওয়ার এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।- খবর বিজ্ঞপ্তি।

শুক্রবার ২৯ শে আগষ্ট চাটমোহর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাজুলের স্বাক্ষরিত এক খবর বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।