পাবনার চাটমোহর উপজেলায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী এক গৃহবধূকে গাঁজাসহ আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে তাঁকে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়। উপজেলার কামালপুর গ্রামে বুধবার রাত সাড় ৮ টার দিকে অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত গৃহবধূর নাম আকলিমা বেগম (৫৫)। তিনি ওই গ্রামের কবির উদ্দিনের স্ত্রী।
র্যাব-১২ সিপিসি-২ এর একটি চৌকস দল কোম্পানি কমান্ডার ইব্রাহিম খলিলের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।
এসময় কবির উদ্দিনের বাড়ির ঘর থেকে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরবর্তীতে আটককৃতকে চাটমোহর থানায় সোপর্দ করা হয়। চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে পাবনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।