টাঙ্গাইলের ভূঞাপুরে হালিমা বেগম (৩৮) নামে তিন সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার বাগবাড়ী গ্রামে তার বাবার পরিত্যক্ত বাড়ির একটি গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হালিমা উপজেলার বাগবাড়ি গ্রামের মৃত জোয়াদ আলী মেয়ে ও ঘাটাইল উপজেলার মনোহারা গ্রামের আলতাফ হোসেনের স্ত্রী।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে হালিমা স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি বেড়াতে আসেন। রাতে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েন। বুধবার সকালে স্থানীয় লোকজন পরিত্যক্ত বাড়ির পাশে একটি গাছে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম রেজাউল করিম বলেন, ঝুলন্ত অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহটি টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।