ঈশ্বরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পুর্বটেংরী বালিকা উচ্চ বিদ্যালয়ে চুরি হওয়া দুইটি ল্যাপটপ উদ্ধারসহ তিনজনকে আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ। ঈশ্বরদী থানার চৌকশ টিম বিভিন্ন আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দিনাজপুরের রনিকে শহরের ইস্তা থেকে ও লালপুর থেকে আসাদুল এবং পুরাতন ঈশ্বরদী থেকে আসামী শামীম মন্ডলকে গ্রেফতার করেন। ঈশ্বরদী থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের থেকে দেড়লক্ষ টাকা মুল্যমানের দুইটি ল্যাপটপ উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে আসামীরা আরও জানান, ঈশ্বরদী পুর্বটেংরী স্কুল থেকে নগদ ২১৭ টাকা ছাড়া কিছু নেয়নি। পরে আসামীদের বিরুদ্ধে চুরি সহ একাধিক মামলা থাকায় তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।