ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খোন্দকার মোহাম্মদ আরমান উদ্দিনকে (২৮) চাঁদপুর থেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তিনি পৌরসভার পূর্ব টেংরি এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নুর জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় আরমানকে আসামি হিসেবে শনাক্ত করা হয়। পরে থানায় দায়ের হওয়া মামলার (নং–১০ ও নং–১২) ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। ঈশ্বরদী থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মনিরুল ইসলাম জানান, গ্রেপ্তার এড়াতে আরমান দীর্ঘদিন ধরে চাঁদপুর জেলায় লুকিয়ে ছিলেন। সেখানে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে সুপারভাইজারের দায়িত্বে কর্মরত ছিলেন। আধুনিক প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে গত বুধবার (২০ আগস্ট) চাঁদপুর থেকে তাকে আটক করা হয়। পরে ঈশ্বরদীতে এনে থানায় রাখা হয় এবং বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার , ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৭শে রজব, ১৪৪৭ হিজরি
ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামি খন্দকার আরমান গ্রেফতার
প্রকাশিত হয়েছে- রবিবার, ২৪ আগস্ট, ২০২৫