পাবনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের বুইনাপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন এর দিকনির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মশিউর রহমান মন্ডল এর তত্ত্বাবধানে পাবনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) বেনু রায়, এসআই (নিঃ) অসিত কুমার বসাক ও সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
ডিবি পুলিশ জানায়, অভিযানের সময় সালমান ভলকানাইজিং দোকানের সামনে, পাবনা-ঢাকা মহাসড়কের ওপর একটি ৬ চাকা বিশিষ্ট JAC ট্রাক তল্লাশি করে ট্রাকের বডির নিচে ও চেসিসের গোপন চেম্বার থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি এক আসামির হেফাজতে থাকা দুটি প্লাস্টিক পাইপের ভেতর থেকে আরও ৬ কেজি গাঁজা পাওয়া যায়।
গ্রেফতার কৃতরা হলেন, রংপুর জেলার সদর থানার দেওডোবা নেকারপাড়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে মোঃ রতন মিয়া (৩৬) ও পাবনার সদর থানার সাধুপাড়া জুটপট্টির মোঃ কালু বিশ্বামের ছেলে মোঃ আব্দুর রহমান (৩৬)।
পাবনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।