টাঙ্গাইল সংবাদদাতা :৷ জুলাই ২৪ শে নিহত,আহত ও পুঙ্গোত্ত্ববরণ কারীদের জন্য দোয়া ও সমাবেশ। গত ২২ আগস্ট বিকালে পৌরসভার ২নং ওয়ার্ড জামায়াতে ইসলামির উদ্যোগে এনায়েতপুর গ্রামের মধ্যপাড়ায় এই দোয়া ও সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত টাঙ্গাইল-০৫ (টাঙ্গাইল সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী ও টাঙ্গাইল জেলা আমীর আহসান হাবিব মাসুদ।তিনি বলেন, দেশে কোন ফ্যাসিবাদকে দাড়াতে দেবো না। আগামীর বাংলাদেশ হবে,ফ্যাসিবাদমুক্ত,চাঁদাবাজমুক্ত, দুর্নীতিমুক্ত,শোষণমুক্ত,ইসলামে র বাংলাদেশ। বৈষম্যবিরোধী ও ফ্যাসিবাদবিরোধী সকলকে সাথে নিয়ে আমরা একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। আমরা আল কুরআানকে জাতীয় সংসদে নিয়ে যেতে চাই ; যাতে সকল মানুষ তার অধিকার ফিরে পায়। আমরা বাংলাদেশে নতুন বন্দোবস্তের বার্তা নিয়ে এসেছি। আমরা সকলকে নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে চাই।
সমাবেশে আরও বক্তব্য রাখেন, জেলা কর্মপরিষদ সদস্য ও শহর আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, সদর আমির অধ্যাপক ইকবাল হোসেন বাদল, শহর সেক্রেটারি সাইফুল ইসলাম, ২ নং ওয়ার্ড যুব বিভাগের সেক্রেটারি ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, আবু কাওছার প্রমুখ।
সমাবেশের সভাপতি তো করেন ২ নং ওয়ার্ডের সভাপতি শামসুল হক, সমাবেশ সঞ্চালনায় ছিলেন আব্দুল আলিম।
বক্তারা ন্যায় ও ইনসাফভিত্তিক ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর পতাকাতলে আসার আহবান জানান এবং নতুন বাংলাদেশ বিনির্মানে দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।