শনিবার , ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১লা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

এনায়েতপুরে জামায়াতের সমাবেশ 

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
টাঙ্গাইল সংবাদদাতা :৷ জুলাই ২৪ শে নিহত,আহত ও পুঙ্গোত্ত্ববরণ কারীদের জন্য দোয়া ও সমাবেশ।  গত ২২ আগস্ট বিকালে পৌরসভার ২নং ওয়ার্ড জামায়াতে ইসলামির উদ্যোগে এনায়েতপুর গ্রামের মধ্যপাড়ায় এই দোয়া ও সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত টাঙ্গাইল-০৫ (টাঙ্গাইল সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী ও টাঙ্গাইল জেলা আমীর আহসান হাবিব মাসুদ।তিনি বলেন,  দেশে  কোন ফ্যাসিবাদকে  দাড়াতে দেবো না। আগামীর বাংলাদেশ হবে,ফ্যাসিবাদমুক্ত,চাঁদাবাজমুক্ত,দুর্নীতিমুক্ত,শোষণমুক্ত,ইসলামের বাংলাদেশ। বৈষম্যবিরোধী ও ফ্যাসিবাদবিরোধী সকলকে সাথে নিয়ে আমরা একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। আমরা আল কুরআানকে জাতীয় সংসদে নিয়ে যেতে চাই ; যাতে সকল মানুষ তার অধিকার ফিরে পায়। আমরা বাংলাদেশে নতুন বন্দোবস্তের বার্তা নিয়ে এসেছি। আমরা সকলকে নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে চাই।
সমাবেশে আরও বক্তব্য রাখেন, জেলা কর্মপরিষদ সদস্য ও শহর আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, সদর আমির অধ্যাপক ইকবাল হোসেন বাদল,  শহর সেক্রেটারি সাইফুল ইসলাম, ২ নং ওয়ার্ড যুব বিভাগের সেক্রেটারি ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, আবু কাওছার প্রমুখ।
সমাবেশের সভাপতি তো  করেন ২ নং ওয়ার্ডের সভাপতি শামসুল হক,  সমাবেশ সঞ্চালনায় ছিলেন আব্দুল আলিম।
বক্তারা ন্যায় ও ইনসাফভিত্তিক ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর পতাকাতলে আসার আহবান জানান এবং নতুন বাংলাদেশ বিনির্মানে দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।