বৃহস্পতিবার , ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গুরুদয়াল সরকারি কলেজের শিক্ষার্থীদের কিশোরগঞ্জ পাট গবেষণা কেন্দ্র পরিদর্শন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
বৃহস্পতিবার (২১/০৮/২০২৫ ইং) কিশোরগঞ্জ সদরে নরসুন্দা নদীর তীরে অবস্থিত গুরুদয়াল সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের কয়েকজন শিক্ষার্থী এবং কিশোরগঞ্জ যুব সংসদের সদস্যরা কিশোরগঞ্জ পাট গবেষণা কেন্দ্রে এক শিক্ষামূলক পরিদর্শনে অংশগ্রহণ করেন।
এই পরিদর্শনে অংশ নেন মোস্তাকিম হাসান, মুফতী কাওসার আহমেদ, যুবায়ের আহমদ ও মোশাররফ হোসেনসহ আরও অনেকে।
পরিদর্শন শেষে শিক্ষার্থীরা পাট গবেষণা কেন্দ্রের প্রধান কর্মকর্তা ড. ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ড. ইউনূস পাটের উৎপাদন, গবেষণা ও এর বহুমুখী ব্যবহার সম্পর্কে বিস্তারিত তথ্য শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।
শিক্ষার্থীরা জানান, এ পরিদর্শনের মাধ্যমে তারা বাংলার সোনালি আঁশ নামে খ্যাত পাট ও এর বিভিন্ন দিক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন, যা তাদের জ্ঞানকে সমৃদ্ধ করবে। এ ধরনের শিক্ষামূলক পরিদর্শন শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান অর্জনে বিশেষ ভূমিকা রাখবে বলে উপস্থিত সবাই মনোভাব ব্যক্ত করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।