বান্দরবানের লামায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ( বিএডিসি’)র অনিয়মিত শ্রমিকদের কর্মবিরতি শুরু হয়েছে। বুধবার (২০ আগষ্ট) সকাল ১০ টায় মধুঝিরিস্থ লামা বিএডিসি’র অফিস প্রাঙ্গণে দপ্তরের সকল অনিয়মিত শ্রমিকদের আয়োজনে বিক্ষোভ, প্রতিবাদ সমাবেশ ও দাবি না মানা পর্যন্ত শ্রমিকদের কর্ম বিরতি চলবে বলে জানান সংশ্লিষ্টরা।
এ সময় সবার পক্ষে লিখিত দাবি পেশ করেন, শ্রমিক ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য মোঃ মনজুরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে আরও লামা ঐক্য পরিষদের সভাপতি মিজানুর রহমান, সম্পাদক উচাই মার্মা,সদস্য হাসিনা বেগম,উনোমা, মেনু মার্মা,রুনা আক্তার সহ অনেকেই অংশ নেন।
তাদের দাবি সমূহঃ
#কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিরন্ত্রণ কৃষি মন্ত্রণালয়ের নীতিমালা ১০১৭ সালের বাস্তবায়ন ও অনিয়মিত শ্রমিকদের নিয়মিত করে ৩০ দিনের হাজিরা প্রদান করতে হবে। #২০২৫ সালের নীতিমালা বাতিল করতে হবে।
#২২ দিনের হাজিরা বাতিল করতে হবে।
# ২ ইদের ২ টি বোনার্স দিতে হবে।# কথায় কথায় শ্রমিক ছাটাই করা যাবে না।# বর্ণিত দাবি সমূহ তাড়াতাড়ি বাস্তবায়ন করতে হবে # ২০/০৮/২০২৫ ইং হইতে ২৪/০৮/২০২৫ ইং পর্যন্ত খামারের সকল কার্যক্রম বন্ধ থাকবে।