টাঙ্গাইলের নাগরপুরে কেন্দ্রীয় কর্মসূচির হিসাবে নানা আয়োজনে ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে নাগরপুর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল।
আজ বুধবার সকালে উপজেলা স্বেচ্ছাসেবকদলের আয়োজনে উপজেলা বিএনপির অফিস থেকে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আনন্দ র্যালী বের হয়ে সদর বাজারে গুরুত্বপূর্ণ সড়ক প্রদর্শন করেন,র্যালী টির নেতৃত্ব দেন নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক শাজাহান সাজু ও সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়।
নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক শাজাহান সাজু সভাপতিত্বে ও সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি সঞ্চালনায় অনুষ্ঠানে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম।উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপুজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি,কেন্দ্রীয় কমিটি সহ- আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল মোমেন মিয়া, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আল মামুন,সাদিকুর রহমান সাদিক সহ বিএনপি’র, যুবদল, ছাত্রদল, কৃষকদল ও স্বেচ্ছাসেবক দলের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।