বৃহস্পতিবার , ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাসাইলে ‘টাইফয়েড’ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন বিষয়ক সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
টাঙ্গাইলের বাসাইলে ইপিআই কার্যক্রমে ‘টিসিভি’ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা পর্যায়ে কো-অর্ডিনেশন-সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শার্লী হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মতিউর রহমান খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূর-ই-লায়লা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুপ জিন্নাত রিয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, চিকিৎসক ও বিভিন্ন বিদ্যালয় এবং মাদরাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়- আগামী ১২ অক্টোবর থেকে ইপিআই কার্যক্রমে ‘টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ২০২৫’ অনুষ্ঠিত হবে। উক্ত ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে বাসাইল উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিশু/প্লে-নার্সারি শ্রেণি থেকে ৯ম শ্রেণি/সমমান শ্রেণির ছাত্র-ছাত্রী এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ৯ মাস হতে ১৫ বছরের কম বয়সী শিশুদের টাইফয়েড জ্বর প্রতিরোধের জন্য ০১ (এক) ডোজ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন প্রদান করা হবে। প্রথম ১০দিন সকল শিক্ষা প্রতিষ্ঠানে ও এরপর ৮দিন সকল কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে এ টিকাদান কার্যক্রম চলবে। সংশ্লিষ্ট সকলকে কার্যক্রমটি বাস্তবায়নে সহযোগিতা করার জন্য আহ্বান করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।